রেস্তরাঁয় দেহ ব্যবসা, আটক 8 যুবক-যুবতি - তারকেশ্বর থানার পুলিশ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4774024-thumbnail-3x2-tarakeswar.jpg)
দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল ৷ খবর ছিল, তারকেশ্বরের কয়েকটি রেস্তরাঁতে হোটেলের সঙ্গে কেবিন বানিয়ে চলছিল দেহ ব্যবসা ৷ সে সমস্ত রেস্তরাঁতে অভিযান চালায় তারকেশ্বর থানার পুলিশ ৷ সেখান থেকে আটজন যুবক-যুবতিকে আটক করে পুলিশ ৷ এই ধরনের ঘটনা রুখতে পুলিশ যেন আরও তৎপর থাকে, মত সাধারণ মানুষের ৷