"আস্থা ভোট হলে তৃণমূলের সমর্থনে 100 জন বিধায়কও থাকবেন না" - তৃণমূল
🎬 Watch Now: Feature Video
"পরিবার বড় হলে সুখ একটু কমতে পারে । বড় পরিবার হলে জটিলতা বাড়বে । আমরা চাই, সেসব হোক । তবে জানুয়ারিতেই মালদা জেলা পরিষদ বিজেপির হচ্ছে । সেকথা আমি আগেও বলেছি, এখনও বলছি । এই মুহূর্তে বিধানসভায় আস্থা ভোট হলে তৃণমূলের সমর্থনে 100 জন বিধায়কও থাকবেন না ।" মালদায় দলীয় কর্মসূচিতে এসে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ।