তৃণমূলে ছিলাম, আছি এবং থাকব , বললেন কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল
🎬 Watch Now: Feature Video
শাসকদল ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগের ভুয়ো খবরের বিরুদ্ধাচরণ খোদ বিধায়কের ৷ মেদিনীপুরে অমিত শাহের সভায় তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল-সহ এক ঝাঁক বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত প্রতিনিধি আজ গেরুয়া শিবিরে যোগ দান করেন । শুভেন্দু অধিকারীর পৌরহিত্যে এরা যোগ দেয় বলেই পদ্ম শিবিরের দাবি । এই সভা শুরুর আগেই কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের শাসকদল ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালও আজ গেরুয়া শিবিরে যোগ দেবেন ৷ এমন সংবাদ ছড়িয়েছে বলে অভিযোগ বিশ্বনাথ পাড়িয়ালের ৷ এ বিষয়ে বিশ্বনাথ পাড়িয়ালের বলেন, গতকালই তিনি ক্যামাক স্ট্রিটে দলনেত্রীর জরুরি বৈঠকে যান । তিনি স্পষ্ট করে জানান, তাঁর ভাবমূর্তিকে কেউ নষ্ট করার জন্য এ-ধরনের প্রচার চালাচ্ছেন । আমি দলের কিছু নেতাদের কাজকর্মের প্রতিবাদ করলেও কোথাও দল ছাড়ব বলিনি । আমি তৃণমূলে ছিলাম, আছি এবং থাকব ।