Head of Baby Stuck into a Pot : শিশুর মাথায় হাঁড়ি আটকে বিপত্তি, প্রাণ বাঁচাতে ডাক পড়ল দমকল কর্মীদের
🎬 Watch Now: Feature Video
শিশুমন বিপদ বোঝে না। তাই তো খেলার ছলে বড় ভাই 11 মাসের ছোট ভাইয়ের মাথায় পড়িয়ে দিয়েছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি (alluminum pot) ৷ আর তাতেই ঘটল বিপত্তি । এক শিশুর (Baby) মাথায় আটকে গেল আস্ত একটা হাঁড়ি৷ দেবরাজ সরকার নামে ওই শিশুর মাথা হাঁড়ির ভিতর থেকে বার করতে ডাক পড়ল দমকল কর্মীদের ৷ বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসক (Doctor), দমকল (Fire Brigade) ও স্থানীয় মিস্ত্রীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে হাঁড়ি কেটে মুক্ত করা সম্ভব হয় ওই শিশুকে ৷ ঘটনা উত্তর 24 পরগনারর বনগাঁ (Bangaon) থানার কালুপুর বিশ্বাস পাড়া এলাকার ৷