বিনি পয়সায় মৎস্যযোগ, সৌজন্যে বুলবুল - বুলবুলের তাণ্ডবে সুন্দরবনের মৎস্য চাষীদের মাথায় হাত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5020935-thumbnail-3x2-fishermen.jpg)
কথায় বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ ৷ এবার সেই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার গোদখালিতে । বুলবুলের তাণ্ডবে শনিবার সুন্দরবনের একাধিক ভেড়ির মাছ ভেসে গিয়েছে ৷ গোদখালি এলাকায় ভেড়ির মাছ ভেসে গিয়ে পড়েছে সংলগ্ন একটি খালে ৷ আজ সকালে এলাকার অনেক বাসিন্দাকে দেখা যায় খালের পাড়ে মাছ ধরতে ৷ মৎস্যচাষীরা মোটা টাকা বিনিয়োগ করে ভেড়িতে মাছ ছেড়েছিলেন । কিন্তু বুলবুলের তাণ্ডবে তাদের লাভ এখন দূর-অস্ত । মাথায় হাত পড়েছে তাঁদের । অন্যদিকে, এলাকার বাসিন্দাদের মুখে চওড়া হাসি । খালে জাল ফেলে রুই, কাতলা, ভেটকি ধরছেন তাঁরা ।