কলকাতায় বলবিন্দরের পরিবার - বলবিন্দর সিং
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9173007-thumbnail-3x2-kol.jpg)
বলবিন্দর সিং-এর স্ত্রী করণজিৎ কৌর এবং ছেলে আজ কলকাতায় এলেন । ছিলেন আত্মীয় পরিজনেরাও । পঞ্জাব থেকে আজ দুপুরে তাঁরা কলকাতা বিমানবন্দরে আসেন । বিমানবন্দর থেকে প্রথমে হাওড়া যাবেন তাঁরা । সেখানে থেকে যাবেন রাজভবন । রাজ্যপালের সাথে দেখা করবেন তাঁরা । এদিন বলবিন্দরের হেনস্থা প্রসঙ্গে তাঁর পরিবার জানান, বলবিন্দর সেনাবাহিনীতে ছিলেন দেশের সেবা করেছেন ।