বাঁকুড়ায় কোভিড শ্মশানে ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে বিপত্তি - বাঁকুড়ায় কোভিড শ্মশানে ইলেট্রিক চুল্লি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11674921-thumbnail-3x2-bankura.jpg)
কোভিডের দ্বিতীয় ঢেউ স্বমহিমায় বজায় রেখেছে মৃত্যু মিছিলে । বাঁকুড়া জেলাও তার বাইরে নয় ৷ গত 4 দিনে 13 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর । বিপত্তি শুরু হয় জেলার একমাত্র কোভিড শ্মশান লক্ষ্যাতড়ায় ৷ গত কাল থেকে ইলেকট্রিক চুল্লি বিকল হয় পড়ে ৷ পৌরসভা সূত্রে খবর, জেলার কোভিডের মৃত দেহগুলিকে আপাতত সব রকম বিধি মেনে কাঠে করে সৎকার করা হচ্ছে এবং আপাতত ওই শ্মশানে সাধারণ দেহ সৎকার বন্ধ আছে ৷ স্বাভাবিক দেহগুলি জেলার অন্যান্য যে শ্মশান আছে যেমন, নতুনচটী,পলাশতলা এবং লোকপুর সেগুলিতে সৎকার করার ব্যবস্থা করা হয়েছে ।
Last Updated : May 8, 2021, 8:39 PM IST