তৃণমূলের সভায় অনুব্রতর সামনেই গোষ্ঠীদ্বন্দ্ব, বিশৃঙ্খলা - tmc clash in birbhum
🎬 Watch Now: Feature Video
অনুব্রত মণ্ডলের সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । দলের ব্লক সভাপতির বিরুদ্ধে প্রকাশ্য সভায় অভিযোগ করলেন বুথ সভাপতি। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা । বুথ সভাপতির হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় । সভা ঘিরে শুরু হয় তুমুল বচসা। পরে নেতারা এসে পরিস্থিতি সামাল দেন।