21 জুলাইয়ের সভার সময়ই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে ধরনা দম্পতির - হাওড়া জেলা শাসকের দপ্তরের সামনে ধরনা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8112668-thumbnail-3x2-howrah.jpg)
একুশে জনসভার দিনই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগে ধরনায় বসলেন দম্পতি ৷ হাওড়া জেলাশাসকের দপ্তরের সামনে আজ সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা । গত জুন মাসের আমফান ঝড়ের সময় এই দম্পতির কারখানার শেড উড়ে যায় । কিছুদিন আগে বেশ কিছু টাকা-পয়সা একত্রিত করে তাঁরা সেটি সারাতে শুরু করেন তাঁরা ৷ হাওড়া জগদীশপুর দেবীপাড়া এলাকার বাসিন্দা গোবর্ধন নস্কর এবং তার স্ত্রী জ্যোৎস্না নস্কর । তাঁদের অভিযোগ, তখনই স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা গোবিন্দ হাজরা দলবল নিয়ে এসে তাঁদের কাজ থামাতে বলেন। সরাসরি দাবি করেন কুড়ি হাজার টাকা ৷ বলেন, টাকা না পেলে তাঁদের কারখানা সারাতে দেওয়া হবে না । শুধু তাই নয়, সেই দাবি মানতে রাজি না হওয়ায় গোবর্ধন নস্করকে গোবিন্দ হাজরা এবং তাঁর লোকজন মারধর করেন বলেও অভিযোগ। এরপর তাঁরা স্থানীয় লিলুয়া থানা এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। দম্পতির অভিযোগ, তাতে কোনও কাজ না হওয়ায় কার্যত বাধ্য হয়ে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে। তাঁদের দাবি, আমাদের ঝড়ের সময় যা ক্ষতি হওয়ার হয়েছে ৷ আমরা নিজেদের টাকায় সেই ভাঙা কারখানা সারাতে চেষ্টা করছিলাম । তাহলে কেন তা সারাতে দেওয়া হবে না ? কেনই বা তার বিনিময় কাটমানি চাওয়া হবে ? এই বিষয়ে তৃণমূল নেতা অরূপ রায় বলেন," আমি জীবনে কোনও দিনই দুর্নীতিকে প্রশয় দিইনি ৷ সে যেই হোক ৷ আমি এরকম দুর্নীতির অভিযোগ আগেও পেয়েছি ৷ আমি এই অভিযোগ পেয়ে দলের সঙ্গে কথা বলে তাঁরা যে নির্দেশ দিয়েছেন তাই করেছি ৷ এবারেও এই বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলব ৷তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷"
Last Updated : Jul 21, 2020, 10:22 PM IST
TAGGED:
husbad wife against cutmoney