পূর্ব মেদিনীপুরে কোথাও থিম কোরোনা, কোথাও মাঝিদের জীবনকাহিনি - Durgapujo of Mahishadal , Yug Yatra and Navtara Sarbajanin durga puja of East Midnapore
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9305271-thumbnail-3x2-durgapuja.jpg)
কোরোনার থাবায় জর্জরিত গোটা বিশ্ব । এবার সেটিই পুজোর থিমে তুলে এনে দর্শনার্থীদের সতর্কবার্তা দিল মহিষাদলের মাইকো ক্লাব । 44 তম বছরে পড়া মাইকো ক্লাবের পুজোর এবছরের থিম " ভয় কোরোনা " । অন্যদিকে, হলদিয়ার যুগের যাত্রী ক্লাব ফুটিয়ে তুলেছে মাঝিদের জীবনকাহিনি ৷ তাদের থিম " মৎস্যজীবী " ৷ হলদিয়ার নবতারা সর্বজনীন সংগঠন কাজ করেছে আদিবাসী সংস্কৃতি নিয়ে ৷ তাদের এবারের থিম " আদিবাসী সংস্কৃতি " ৷