Dilip Ghosh targets TMC : রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে : দিলীপ ঘোষ - Dilip Ghosh targets TMC
🎬 Watch Now: Feature Video
"রাজ্যজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে । রাজনৈতিক খুনোখুনি চলছে । আইন শৃঙ্খলা বলে কিছু নেই । শাসকদলের নেতা-মন্ত্রীরা তো গোয়া, দিল্লি, ত্রিপুরাতে গিয়ে বসে আছেন ৷ তাহলে পশ্চিমবঙ্গে এমন অবস্থা হওয়াই স্বাভাবিক ৷" মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh targets TMC) ৷
TAGGED:
Dilip Ghosh targets TMC