স্বাস্থ্যবিধি ভুলে কালীঘাট মন্দিরে ভিড় ভক্তদের - কালীঘাট মন্দির চত্বরে মানুষের উপচে পড়া ভিড়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9541405-thumbnail-3x2-kol.jpg)
কালীপুজোর দিন সকাল থেকে উপচে পড়া ভিড় কালীঘাট মন্দির চত্বরে। কোরোনার স্বাস্থ্যবিধি ভুলেই মানুষের জমায়েত। তবে তাঁরা কোরোনা বিধি মেনেই সমস্ত ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন মন্দির কমিটির সহ সভাপতি বিদ্যুৎ হালদার। তিনি বলেন, এবছর মূল মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোরোনা পরিস্থিতির জন্য অঞ্জলি স্থগিত রাখা হয়েছে। তবে যাঁরা মায়ের দর্শন করতে মন্দিরে আসছেন তাঁরা নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করে বেরিয়ে যাবেন। তার জন্য 2 নম্বর গেট দিয়ে ভক্তদের প্রবেশ করানো হচ্ছে এবং 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।