সামাজিক দূরত্ব ভুলে দত্তপুকুর বাজারে দেদার কেনাকাটা - দত্তপুকুর
🎬 Watch Now: Feature Video
অতিমারির বিধি শিকেয় তুলে দেদার বিকিকিনি চলছে উত্তর 24 পরগনার বারাসত ব্লক ওয়ান দত্তপুকুর বাজারে ৷ সামাজিক দূরত্ব না মেনে জোরকদমে চলছে কেনাকাটা ৷ এর ফলে 35 নম্বর জাতীয় সড়কে যানজটে আটকে পড়ে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স ৷ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখে স্তম্ভিত অনেকেই ৷