কালীঘাট মেট্রো স্টেশনে যাত্রীর সঙ্গে RPF-র দুর্ব্যবহার, উত্তেজনা - misbehave-by-an-rpf
🎬 Watch Now: Feature Video
মহিলার ছবি তুলেছেন ৷ এই অভিযোগে এক যাত্রীকে ধরে লাথি মারে RPF ৷ বলে, এমন কেস দেব 16 বছর জেল খাটতে হবে ৷ পরে ওই যাত্রীর মোবাইল ফোন পরীক্ষা করে মহিলার কোনও ছবি পাওয়া যায়নি ৷ এরপরেই RPF-র দুর্ব্যবহার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট মেট্রো স্টেশন চত্বর ৷