লাদাখে শহিদদের শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি মিছিল দুর্গাপুরে - Candle march to pay homage to Galwan martyrs
🎬 Watch Now: Feature Video
15 জুন লাদাখ সীমান্তে চিন সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন 20 জন জওয়ান ৷ দুর্গাপুরে আজ তাঁদের শ্রদ্ধা জানানো হল ৷ শহরের নানা প্রান্তে মোমবাতি মিছিলও হয় ৷ ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, মেয়র পারিষদ সহ কাউন্সিলররা । প্রত্যেকে মোমবাতি জ্বালিয়ে সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন । পরে বেনাচিতি আনন্দ গোপাল মুখোপাধ্যায় সরণিতে মোমবাতি নিয়ে মৌন মিছিল করে প্রায় হাজার খানেক মানুষ ৷ এই পদযাত্রা পাঁচমাথা মোড়ে শেষ হয় ৷