মাদারিহাটে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে বাগান শ্রমিক ও এলাকাবাসী

By

Published : Apr 30, 2021, 2:16 PM IST

thumbnail

বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ আলিপুরদুয়ারের মাদারিহাটের গ্যারগেন্ডা চা-বাগানে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করল বন দফতর । বৃহস্পতিবার বাগানের 12 নম্বর সেকশনে পাতা বন দফতরের খাঁচায় চিতাবাঘটি বন্দি হয় । বুধবার ওই চিতাবাঘটি এলাকার একটি ছাগল খেয়ে নেয় বলে অভিযোগ । দিনকয়েক ধরেই সে এলাকায় মুরগি, ছাগল,গোরুও সাবাড় করছিল বলে জানান স্থানীয়রা । বাগান শ্রমিক ও স্থানীয়দের লাগাতার দাবির চাপে বন দফতর সেখানে খাঁচা পাতে । বৃহস্পতিবার রাতে খাওয়ারের শিকারে বেড়িয়ে ওই খাঁচাতে ধরা পড়ে চিতাবাঘটি । এদিকে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তি পেয়েছেন বাগানের শ্রমিক ও বন দফতরের কর্তারা । পরে খাঁচা থেকে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.