Bus Accident at Murshidabad : নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের ধাক্কা লরিতে, জখম 12 - জখম 12
🎬 Watch Now: Feature Video
নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের ধাক্কা পণ্যবাহী লরির পিছনে । ঘটনায় গুরুতর জখম সরকারি বাসের 12 জন যাত্রী । আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরের ঘটনাটি কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি থানার লক্ষ্মীনারায়ণপুরের (Bus Accident at Murshidabad) । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কান্দি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল সরকারি বাসটি । দ্রুত গতিতেই ছুটছিল গাড়িটি । লক্ষ্মীনারায়ণপুর মোড়ে একটি লরিকে ওভারটেক করতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে । গুরুতর জখম হন বাসের 12 জন যাত্রী । স্থানীয় মানুষ ছুটে এসে বাস যাত্রীদের উদ্ধার করেন ।