Satpal Rai : চোখের জল ও ব্যাগপাইপের বিদায়ী সুরে তাকদহের বাড়িতে পৌঁছাল সৎপালের দেহ
🎬 Watch Now: Feature Video
তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় নিহত সৎপাল রাইয়ের (Satpal Rai) নিথর দেহ পৌঁছাল তাকদহের বাড়িতে ৷ দিন কয়েকের টানা অপেক্ষার পর রবিবার রাতে কফিনবন্দি দেহ তাকদহের গ্লেনবার্নের বাড়িতে পৌঁছায় ৷ গোটা রাস্তায় নিহত জওয়ানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাহাড়বাসী । সোমবার সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন স্থানীয় বাসিন্দা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জন প্রতিনিধিরা ৷ তারপরই রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হবে ।
Last Updated : Dec 13, 2021, 8:21 AM IST