"মিথ্যা প্রচার করেছিলাম, আমরা ক্ষমাপ্রার্থী" - তৃণমূলে ফিরতে চেয়ে বীরভূমে মাইকে প্রচার বিজেপি কর্মীদের
🎬 Watch Now: Feature Video
"মিথ্যা প্রচার করেছিলাম, আমরা ক্ষমাপ্রার্থী" । মাইকে করে বীরভূমের লাভপুরে বিপ্রটিকুরি এলাকায় এমনই প্রাচার করতে দেখা গেল বিজেপি কর্মীদের । স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের কাছে ক্ষমা চাইতেও শোনা যায় । টোটোয় মাইক বেঁধে, দলীয় পতাকা লাগিয়ে ক্ষমা চাইছেন বিজেপি কর্মীরা । প্রায় 30 থেকে 40 জন কর্মী জড়ো হয়ে মাইকে বলছেন,"আমরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে তৃণমূলের নামে অনেক মিথ্যা প্রচার করেছি । যেটা ঠিক হয়নি । তারজন্য আমরা ক্ষমাপ্রার্থী । আমরা মানুষকে তৃণমূলের নামে ভুল বুঝিয়েছি । তাই আমরা গ্রামের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী । লাভপুরের বিধায়ক মহাশয়ের কাছেও আমরা ক্ষমাপ্রার্থী ।" আজ রাস্তায় বেরিয়ে মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেও স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা ।এমনভাবেই আজ প্রকাশ্য বাজারে মাইকে করে ক্ষমা চাইতে দেখা গেল বিজেপি কর্মীদের ।