অমিতের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা, অভিযুক্ত তৃণমূল - tmc bjp clash in west midnapore
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9938245-804-9938245-1608387183578.jpg)
অমিত শাহের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা । আজ চন্দ্রকোনায় এই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে । তৃণমূলের কর্মীরা ইট ছুড়ে বাসের জানলার কাচ ভেঙে দেয় বলে অভিযোগ বিজেপি কর্মীদের । ঘটনাস্থানে পুলিশের সামনে দীর্ঘক্ষণ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ।