BJP Protest : বাংলাদেশে মণ্ডপ-মন্দিরে হামলা, প্রতিবাদে বর্ধমানে বিজেপির বিক্ষোভ - রাজু বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
বাংলাদেশে একের পর এক মণ্ডপ ও মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে বর্ধমানে প্রতিবাদ মিছিল করল বিজেপি। বর্ধমানের কার্জনগেট চত্বরে বিজেপি নেতা-কর্মীরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান ৷ নেতৃত্ব দেন বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "অষ্টমীর পর থেকে সুপরিকল্পিতভাবে হিন্দু বাঙালিদের উপরে আক্রমণ হয়েছে ৷ মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছে ৷ ইসকন মন্দিরে ভাঙচুর লুঠপাঠের ঘটনা ঘটেছে ৷ তার সঙ্গে সঙ্গে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর-লুঠপাট, মহিলাদের উপরে অত্যাচার, সম্পত্তি নষ্ট করা এবং যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বর্ধমানে প্রতিবাদ মিছিল করছি । আমরা জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেপুটেশন দিতে চেয়েছিলাম । কিন্তু পুলিশ আমাদের জেলাশাসকের কাছে যেতে দেয়নি ।"
Last Updated : Oct 19, 2021, 10:56 AM IST