খিচুড়ি-পালংশাক-চাটনিতে 'সহভোজ' নাড্ডার - কৃষকদের সঙ্গে সহভোজ সারলেন নাড্ডা
🎬 Watch Now: Feature Video
মালদায় কৃষকদের সঙ্গে 'সহভোজ' সারলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ মেনুতে ছিল খিচুড়ি, পালংশাক, চাটনি ৷ মাটিতে বসে শালপাতার থালায় খিচুড়ি খেয়েছেন ৷ সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরি সহ অন্যরা ৷