"রক্তপিপাসু মমতাদি"-র জন্য বাংলার ক্ষতি হচ্ছে, আক্রমণ সৌমিত্র খাঁর - বাঁকুড়ার খবর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9401117-thumbnail-3x2-mamata.jpg)
রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে বাঁকুড়ার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BJP-র কর্মী ও সমর্থকরা । ঘেরাও হয় সোনামুখী থানাও । সোনামুখীর বুড়ো শিবতলা থেকে একটি মিছিল করে থানার সামনে জমায়েত করেন তারা । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের তরফে জয়পুর থানাতেও বিক্ষোভ দেখানো হয় । এটি বর্তমানে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার নির্বাচনী কেন্দ্র । অন্যদিকে বিষ্ণুপুর শহরে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে 'রক্তপিপাসু মহিলা' বলে আক্রমণ করেন তিনি । বলেন, "প্রতিদিন রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে । বিরোধীদের খুন করা হচ্ছে ।"