কেন টাকা নেওয়া হবে কোভিড হাসপাতালে, প্রশ্ন অগ্নিমিত্রার - কেন টাকা নেওয়া হবে কোভিড হাসপাতালে
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় এবং ইস্পাত মত্রী ধর্মেন্দ্র প্রধানের যৌথ উদ্যোগে ছোট দিঘারী স্কুলে কোভিড হাসপাতাল তৈরি হয়েছে ৷ তা এখনও পর্যন্ত কেন চালু হল না ? প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । একইসঙ্গে তাঁর প্রশ্ন, কেন সাধারণ বেডের ক্ষেত্রে 3 হাজার টাকা এবং আইসিইউ এর ক্ষেত্রে 5 হাজার টাকা চার্জ করা হয়েছে ? হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন তিনি ৷