BJP Mahila Morcha : বিজেপি মহিলা মোর্চার আইন অমান্যকে কেন্দ্র করে ধুন্ধুমার জলপাইগুড়িতে - Tina Ganguli
🎬 Watch Now: Feature Video
বিজেপির (BJP) মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে ৷ অভিযোগ জলপাইগুড়ির (Jalpaiguri) কোতয়ালি থানার সামনে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপির মহিলা মোর্চার (BJP Mahila Morcha) সদস্য এবং মূল সংগঠনের নেতারা ৷ তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি নেতা ও কর্মীদের ৷ আজ জলপাইগুড়ির বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী টিনা গঙ্গোপাধ্যায়ের (Tina Ganguli) নেতৃত্বে আইন অমান্য কর্মসূচি সফল করতে মিছিল বেরোয় ৷ তবে, সেই মিছিলে বিজেপির পুরুষ সমর্থকের সংখ্যা ছিল হাতেগোনা ৷ ব্যারিকেড ভেঙে জোর করে থানায় প্রবেশ করার চেষ্টার অভিযোগে রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) সহ মোট 25 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷