KMC Election 2021 Result : যা হওয়ার তাই হয়েছে, কলকাতার রেজাল্ট আউটে মন্তব্য বিমানের - কলকাতা পৌর নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরভোটের ফলাফলে (KMC Election 2021 Result) একটুও অবাক হননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) ৷ তাঁর বক্তব্য, যে ফল হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে ৷ বিমানের স্পষ্ট বার্তা, অনিয়ম করেই বাজিমাৎ করেছে তৃণমূল ৷ একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ, তৃণমূল, বিজেপির স্বরূপ মানুষ বুঝতে পারছে বলেই অধিকাংশ ওয়ার্ডে দু’নম্বরে উঠে এসেছে বামেরা ৷ মঙ্গলবার শান্তিনিকেতনে একথা বলেন বিমান বসু ৷