অপূর্ব সাহার জামিনের আবেদন খারিজ বিধাননগর মহকুমা আদালতের - Pailan chairman arrested
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4912919-thumbnail-3x2-pailan.jpg)
পৈলান গ্রুপের চিফ ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব সাহার জামিনের আবেদন খারিজ করল বিধাননগর মহকুমা আদালত । অপূর্ব সাহার আইনজীবী বিধাননগর মহকুমা আদালতে তাঁর জামিনের আবেদন জানিয়েছিলেন । সেই আবেদন খারিজ করে বিচারক ৷ অপূর্ব সাহার তিন দিনের CBI হেফাজতের আদেশ দেন বিচারপতি ।