বালিগঞ্জের রোগ ধরতে পথে চিকিৎসক প্রার্থী ফুয়াদ হালিম
🎬 Watch Now: Feature Video
পেশায় চিকিৎসক, নেশায় রাজনীতিবিদ। বাবা হাসিম আবদুল হালিমের পরিচয়ের ছায়ায় নয়,গরিব বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে । ডাক্তার ফুয়াদ হালিম, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামজোটের প্রার্থী তিনি । লকডাউনে যখন সবাই ঘরবন্দি তখন চিকিৎসক এর মহান ধর্মকে সামনে রেখে রোগীর পাশে দাড়িয়েছিলেন। পঞ্চাশ টাকায় ডায়োলিসিস করে মুমুর্ষ রোগীকে স্বস্তি দিয়েছেন তিনি । নির্বাচনের প্রাঙ্গণে নেমে সামাজিক রোগ ধরে সমাজকে পরিছন্ন করার কথা বলছেন । সেই কাজে বামপন্থীদের বিকল্প বামপন্থীরা তা বোঝাচ্ছেন সকলকে । তাঁর মতে অতিমারির সময় পুজিবাদী শক্তি ব্যর্থতা সামনে এসেছে । বামপন্থীদের হাতেই অতিমারির সমস্যায় সমাধান মিলেছে । তাই বালিগঞ্জ বিধানসভার কসমোপলিটন কালচারে হেভিওয়েট প্রতিপক্ষ কে পরাস্ত করে বামপন্থাকে আপন করার ডাক ফুয়াদ হালিমের।