মাস্ক ছাড়াই দোল চন্দননগরের বিজেপি প্রার্থীর - Dipanjan Guha celebrates holi without mask
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11194817-thumbnail-3x2-hgl.jpg)
করোনা পরিস্থিতিতে মধ্যেও দোলে মিছিল করে বিতর্কে জড়াল চন্দননগরের বিজেপি প্রার্থী । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যেখানে দোল খেলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে । সে জায়গায় তৃণমূলের দাবি রাজ্য কেন্দ্রের স্বাস্থ্য দফতরের নির্দেশকে অমান্য করেই চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ কী করে মুখে মাস্ক ছাড়া কর্মী সমর্থকদের নিয়ে দোল খেলেন ।