ঘোষণা হয়নি প্রার্থীর নাম, তৃণমূলের তরফে শুরু দেওয়াল লিখন - Barabani
🎬 Watch Now: Feature Video
বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও ৷ দলের তরফে ঘোষণা করা হয়নি প্রার্থীর নামও ৷ তবে, তার আগেই আসানসোলের বারাবনিতে তৃণমূলের তরফে শুরু হয়ে গেল দেওয়াল লিখন ৷ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নামে শুরু হয়েছে দেওয়াল লিখন ৷ যদিও এবিষয়ে কিছু বলতে চাননি পশ্চিম বর্ধমান জেলা সভাগপতি অপূর্ব মুখোপাধ্যায় ৷ অপরদিকে, এবিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্বও ৷