কলেজ স্ট্রিটে ট্রাম আটকাল বনধ সমর্থনকারীরা - কলকাতায় বনধের প্রভাব
🎬 Watch Now: Feature Video
কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি । তার প্রভাব পড়েছে কলেজ স্ট্রিট চত্বরে । সকালে এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখা থেকে মিছিল বের হয় । কলেজ স্ট্রিট মোড়ে বনধ সমর্থনকারীরা প্রতীকী কৃষি আইন 2020-র প্রতিলিপি পুড়িয়ে বনধ পালন করেন । রাস্তায় চলা ট্রামের সামনেও দাঁড়িয়ে পড়ে বামেদের ওই দলটি। ট্রামের উপর চড়ে বেশ কিছুক্ষণ ধরে চলে স্লোগানিং।