রাজ্যে প্রথম কোরোনার টিকা নিলেন বালুরঘাটের চিকিৎসক - first corona vaccine in the westbengal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10264968-992-10264968-1610794435433.jpg)
আজ সারা দেশব্যাপি শুরু হয়েছে কোরোনা টিকাকরণের কর্মসূচি । দক্ষিণ দিনাজপুরেও শুরু হল কোরোনা টিকা দেওয়ার কাজ । জেলার দুই মহকুমার ছয় জায়গায় চলছে টিকা প্রদান কর্মসূচি । এরই মধ্যে বালুরঘাট মহকুমার বালুরঘাট সদর হাসপাতালের মাতৃমঙ্গল, হিলি গ্রামীণ হাসপাতাল ও খাসপুর গ্রামীণ হাসপাতালে চলছে টিকাপ্রদান । পাশাপাশি গঙ্গারামপুর হাসপাতাল, হরিরামপুর গ্রামীণ হাসপাতাল ও কুশমন্ডি গ্রামীণ হাসপাতালেও চলছে টিকাপ্রদান । জেলার প্রতি ভ্যাকসিনেশন সেন্টারে প্রতিদিন ১০০ জন করে মোট ৬০০ জন এই টিকাগ্রহণের সুবিধা পাবে । এদিন বালুরঘাট সদর হাসপাতালের মাতৃমঙ্গলে প্রথম ভ্যাকসিন দেওয়া হয় ডাক্তার প্রদীপকুমার ধরকে । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান রাজ্যের টিকাকরণ গ্রুপে প্রথম আপলোড করা হয় বালুরঘাটের প্রদীপকুমার ধরের নাম ।