কমিশনের 'নিষিদ্ধ' গান বাজালেন বাবুল - কালিয়াগঞ্জ
🎬 Watch Now: Feature Video
গত লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়র বিতর্কিত গান 'এই তৃণমূল আর না' নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশন । আজ সেই গানই সভা মঞ্চে বাজালেন বাবুল সুপ্রিয় ৷ কালিয়াগঞ্জ শহরের একটি মাঠে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী কমল সরকারকে নিয়ে প্রচারে আসেন বাবুল সুপ্রিয় ৷ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে নানাভাবে কটাক্ষ করেছেন তিনি ৷ তারপর নিজের মোবাইল থেকে 'নিষিদ্ধ' গান চালিয়ে দেন ৷ এই গান বাজানোতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে ৷