কোদালিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নেই স্ট্রিট লাইট, সমস্যায় স্থানীয় বাসিন্দারা - janata
🎬 Watch Now: Feature Video
হুগলির কোদালিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তায় আলোর সমস্যা দীর্ঘদিনের । রাতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে । স্ট্রিট লাইট থাকায় এলাকায় দুষ্কৃতীদের কার্যকলাপ বাড়ছে বলেও অভিযোগ । পঞ্চায়েতে বারবার জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমজনতার সেই সমস্যার কথাই শুনে এলেন আমাদের প্রতিনিধি পলাশ মুখোপাধ্যায় ।