"সোনার বাংলা গড়ার দ্বিতীয় স্বপ্ন পূরণ হবেই", কলকাতায় অমিত মালব্য - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
রাজ্যে BJP-র সহ পর্যবেক্ষক হওয়ার পর কলকাতায় প্রথম পা রাখলেন অমিত মালব্য ৷ আজ বিকেলে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি৷ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ BJP-র মহিলা সেলের কর্মীরা। বিমানবন্দর থেকে বেরানোর সময় অমিত মালব্য বলেন, "2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চলে যাওয়ার সময় হয়ে এসেছে । এবং BJP সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দ্বিতীয়বার পূর্ণ হবেই।"