বিধানসভা নির্বাচনের আগে কর্মীসভা মিমের - 2021-এর বিধানসভা নির্বাচন
🎬 Watch Now: Feature Video
নির্বাচনের দামামা বাজাতে না বাজতেই একপ্রকার প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি । নিয়মিত তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করছেন তৃণমূল নেতা-নেত্রীরা ৷ পালটা সাংবাদিক বৈঠক করছে বিজেপি ৷ পিছিয়ে নেই মিম। মিম সূত্রে খবর, 2021-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে মিম ৷ তার আগে কর্মীসভা করলেন মিমের রাজ্য ও জেলার নেতারা ৷ আজ মেদিনীপুরে সভা করে মিম ৷ আগামীদিনে আরও বিভিন্ন জেলায় কর্মীসভা করা হবে বলে জানিয়েছে মিমের রাজ্য শীর্ষ নেতৃত্ব ৷