"দশ বছর খেয়ে মধু, মীরজ়াফর এখন সাজছে সাধু" - শুভেন্দুকে তোপ অভিষেকের
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, "দশ বছর খেয়ে মধু, মীরজ়াফর এখন সাজছে সাধু ।" শুভেন্দুর বিরুদ্ধে সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে ছয় কোটি টাকা নেওয়ার অভিযোগও তোলেন তিনি । জনসভার বক্তৃতা দেওয়ার সময় এই সংক্রান্ত একটি নথিও তুলে ধরেন তিনি ।