Mirabai Chanu : পাঁচ বছরে বাড়ি গিয়েছেন পাঁচবার, এবার মায়ের হাতে খাবার খেতে চান চানু - এবার মায়ের হাতে খাবার খেতে চান চানু
🎬 Watch Now: Feature Video
2000 সালে অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছিলেন ভারোত্তোলক কর্নম মালেশ্বরী ৷ তারপর আর ভারোত্তোলনে পদক আসেনি দেশে ৷ আজ টোকিয়ো অলিম্পিকসে 20 বছরের খরা কাটালেন মীরাবাঈ চানু ৷ 49 কিলো বিভাগে রুপো জিতলেন তিনি ৷ টোকিয়ো অলিম্পিকসের পোডিয়ামে পৌঁছানো ভারতের প্রথম অ্যাথলিট তিনি ৷ পাঁচ বছর আগে রিও অলিম্পিকসে সেরাটা দিয়েও পদক জিততে পারেননি চানু ৷ চোখের জলে ভেসেছিলেন সেবার ৷ এর পর পাঁচ বছর ধরে কঠিন পরিশ্রম করেছেন ৷ অনুশীলন ছেড়ে বাড়ি গিয়েছেন মাত্র পাঁচবার ৷ পরিশ্রম সার্থক হয়েছে ৷ এবার বাড়ি ফিরে মায়ের হাতে খাবার খেতে চান চানু ৷ টোকিয়োয় যখন পদক জেতার জন্য লড়ছেন চানু, তখন তাঁর ইম্ফলের বাড়িতে লোকারণ্য ৷ সবার চোখ টিভির পর্দায় ৷ বাড়ির মেয়ের সাফল্য কামনায় উপোস করে বসেছিল মিতেই পরিবার ৷ প্রার্থনা কাজে এসেছে ৷ মীরার সাফল্যে গর্বিত মীরাবাঈ চানুর পরিবার ৷