আলোচনাতেই সমাধান, বলছেন মেহতাব - লাল হলুদ
🎬 Watch Now: Feature Video
রবিবার লাল হলুদের প্রতিপক্ষ কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। অনুশীলন ম্যাচে এই দলটির বিরুদ্ধে জয় থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। সেই দিকে তাকিয়ে মেহতাব বলছেন, ফুটবলারদের দিকে আঙ্গুল না তুলে তাদের থেকে সেরাটা বের করার দায়িত্ব কোচ ফাওলারকে নিতে হবে । পাশাপাশি ফুটবলারদের নিতে হবে বাড়তি উদ্যোগ। কোচকে ছাড়া আলোচনা করে কোথায় ভুল হচ্ছে তা বের করার দায়িত্ব ফুটবলারদেরও। ইস্টবেঙ্গলের সামনে সুযোগ নেই তা মানতে চান না বাঙালি মিডফিল্ডার। বললেন খোলা মনে সেরাটা দেওয়ার কথা । ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মেহতাব হোসেন ।