Smart Phone Blast : কল করতে যেতেই যুবকের স্মার্টফোনে বিস্ফোরণ - Smart Phone Blast In West Medinipur
🎬 Watch Now: Feature Video
ফোন করতে যাওয়ার সময় ফোন ফেটে আগুন ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যুবক। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে। জানা যায়, মুগবসানের আবদুল সফি নামের ওই যুবক শুক্রবার সকালে পকেট থেকে ফোনটি বের করে কল করতে যাওয়ার সময় হঠাৎই ফোনটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় (Smart Phone Blast)। আবদুল সফি বলেন, "কল করতে পকেট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে ৷ মোবাইলটি দাউ দাউ করে জ্বলতে থাকে। যদি পকেটে ফোনটি থাকত তাহলে বিস্ফোরণে আমার প্রাণ সংশয় হত।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST