'কেশব'-এর সেটে ঢুঁ মারল ETV ভারত সিতারা - Bengali serial
🎬 Watch Now: Feature Video
কেশবের পরিবারে এখন খুশির হাওয়া। রাখি উপলক্ষ্যে সব বোনেরা একত্রিত হয়েছে বাড়িতে, ভাইকে রাখি পরাবে বলে। এতকিছুর মধ্যেও মৈত্রী তার ভাইকে রাখি পরায়নি, কারণ সে নতুন চক্রান্তের জাল বুনছে। গল্প এবার কোন দিকে মোড় নেবে? জানতে 'কেশব' ধারাবাহিকের শুটিং ফ্লোরে হাজির ETV ভারত সিতারা।