"আপনি ক'জনকে সাহায্য করেছেন ?", সোনুর বিরুদ্ধে সরব দিব্যা - দিব্যা খোসলা কুমারের খবর
🎬 Watch Now: Feature Video
কয়েকদিন আগে টি-সিরিজ়ের চেয়ারম্যান ও MD ভূষণ কুমারের বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন সোনু নিগম । বলেছিলেন, "তুমি ভুল লোকের সঙ্গে টক্কর নিচ্ছ কিন্তু.." এবার সোনুর বিরুদ্ধে পালটা ভিডিয়ো শেয়ার করলেন ভূষণের স্ত্রী দিব্যা খোসলা কুমার । প্রশ্ন তুললেন, "আপনি ক'জন নতুনকে সাহায্য করেছেন ?" সোশাল মিডিয়ায় বেশ সরগরম হয়ে উঠেছে সোনু-দিব্যার এই তরজা । দেখে নিন ভিডিয়ো...