Exclusive : "আমি থ্রিলড", কেন বললেন প্রিয়াঙ্কা? - প্রিয়াঙ্কা সরকার
🎬 Watch Now: Feature Video
টলিউডে এই মুহূর্তের প্রথম সারির অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম প্রিয়াঙ্কা সরকার। সবরকম জঁরেই কাজ করা হয়ে গেছে প্রিয়াঙ্কার। রমকম থেকে কমেডি, কমার্শিয়াল থেকে পিওর আর্ট ফিল্ম - সব চরিত্রেই সাবলীল অভিনেত্রী। তবে একটি ছবিতে কাজ করে প্রিয়াঙ্কা একেবারে "থ্রিলড"। মৈনাক ভৌমিকের প্রথম থ্রিলার 'বর্ণপরিচয়' ছবিটিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি আর সেই ছবিটি নিয়েই শুরু থেকে রোমাঞ্চিত প্রিয়াঙ্কা। ETV ভারত সিতারার ক্যামেরায় প্রিয়াঙ্কা বললেন, "আমি নিজেও দর্শক হিসেবে পুরো ছবিটা দেখতে মুখিয়ে রয়েছি।" ভিডিয়োয় তোলা রইল প্রিয়াঙ্কার বক্তব্য...