ট্র্যাক শেষ হচ্ছে বেহুলা-লক্ষ্মীন্দরের, আড্ডা দিলেন ETV ভারতের সঙ্গে - Manasa
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3476898-644-3476898-1559721184266.jpg)
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মনসা'। আর ধারাবাহিকটি জনপ্রিয় হওয়ার অন্য়তম কারণ হলেন বেহুলা-লক্ষ্মীন্দর। তবে মনসা মঙ্গল কাব্যের এই অংশটুকু শেষ হয়ে যেতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই মনখারাপ অভিনেতা-অভিনেত্রীর। কথা বললেন ETV ভারতের সঙ্গে।