'থর'-এর শুটিংয়ের জন্য রাজস্থানে অনিল কাপুর - Anil Kapoor in rajasthan for Thar shooting
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10300028-24-10300028-1611056081832.jpg)
আপকামিং ছবি 'থর'-এর শুটিংয়ের জন্য এই মুহূর্তে রাজস্থানে রয়েছেন অনিল কাপুর । গতকাল সেখানকার একটি রিসর্টে তাঁকে দেখা যায় । রাজস্থানের স্থানীয় সংগীতের মাধ্যমে রিসর্টে অভ্যর্থনা জানানো হয় তাঁকে । তবে এই ছবি সম্পর্কে এখনও পর্যন্ত বিশেষ কিছুই জানা যায়নি । আসলে এই মুহূর্তে ছবির বিষয়বস্তু ও অভিনেতাদের প্রকাশ্যে আনতে চান না নির্মাতারা ।