Ulto Ratha Yatra 2023: ফিরছে জগন্নাথদেবের রথ, মাসির বাড়ি থেকে মূল মন্দিরের পথে তিন ভাইবোন - Ulto Ratha Yatra 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 28, 2023, 1:43 PM IST

দেখতে দেখতে 8 দিন পার। মঙ্গলবার 20 জুন মাসির বাড়ির আদর খেয়ে নিজগৃহে ফিরছেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরের উদ্দেশে রওনা দেওয়ায় উলটো রথ। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। দশমীতে রথের রশিতে টান দিয়ে মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় তিন ভাইবোনকে ৷ বলা হয় রথের রশিতে টান দিলে নাকি সমস্ত পাপ মুক্ত হয় মানুষ। প্রতিবছর এই রথযাত্রা এবং উলটো রথযাত্রাকে ঘিরে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এবারও তার অন্যথা হল না ৷ 

আর উলটো রথযাত্রা দেখতেও লক্ষ লক্ষ মানুষের ভিড়। আজ পুরীতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে রথে তোলার পর সেরাজ্যের নৃত্যশিল্পীরা নাচ পরিবেশন করেন ৷ শুধু পুরী নয়, মায়াপুরের ইসকন, কলকাতার ইসকন, মাহেশ বিভিন্ন জায়গায় উলটো রথকে কেন্দ্র করে সাজো সাজো রব ।নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। উলটো রথযাত্রার মধ্যে দিয়েই রথযাত্রা উৎসব শেষ হয়। বহুদা যাত্রা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরীজুড়ে নিরাপত্তার বলয় একেবারো আঁটোসাঁটো। উল্লেখ্য, রথের দিন পুরীতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। উলটো রথে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, সেই বিষয়ে নজর রাখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.