Chandrakona Municipality: প্রতীকী বিক্ষোভ, থালায় গাছের পাতা নিয়ে অবস্থানে পৌরসভার অস্থায়ী কর্মীরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 10, 2023, 12:51 PM IST

মজুরি বৃদ্ধি ও কাজের দিন বাড়ানোর দাবি নিয়ে বুধবার চন্দ্রকোনা পৌরসভার গেটের সামনে বিক্ষোভে সামিল পৌরসভার ভেক্টর কন্ট্রোল টিমের প্রায় 72জন শ্রমিক । তবে এদিন তাঁরা প্রতীকী বিক্ষোভ দেখিয়েছেন ৷ থার্মোকলের পাতার উপর গাছের পাতা রেখে তাঁরা বোঝাতে চেয়েছেন 16 দিন কাজের রোজ 200 টাকা মাইনেই সংসার চলে না ৷ তাহলে গাছের পাতা চিবিয়ে থাকতে হবে ৷ তবে তাঁদের সমস্যার কথা শুনে তা মেটানোর আশ্বাস দিয়েছেন কাউন্সিলর ৷ দ্রুত চেয়ারম্যান-সহ সমস্ত আধিকারিকদের নিয়ে বসে সমস্যা মিটিয়ে ফেলা হবে বলে শ্রমিকদের বলেছেন কাউন্সিলর ৷ 

শ্রমিকদের দাবি, অন্তত 26 দিন তাদের কাজ দিতে হবে ৷ কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে ৷ এই দাবিতেই তাঁরা মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ তাঁদের আরও অভিযোগ, নিকাশিনালা পরিষ্কার করানোর কাজ করানো হচ্ছিল মাত্র 200 টাকা দিয়ে ৷ যার বাজারমূল্য একেবারেই কম । পারিশ্রমিক আরও বেশি করার দাবিতে বহুবার পৌরসভাকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি । তাই মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হয়েছেন শ্রমিকরা ৷ যদিও কাউন্সিলর গোবিন্দ দাস বলেন, "আমরা ওদের সঙ্গে কথা বলছি । চেয়ারম্যান-সহ সমস্ত কাউন্সিলররা বসে ওদের সমস্যার সমাধানের দ্রুত ব্যবস্থা করা হবে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.