Dead Body Recovered: বন্ধুদের সঙ্গে স্নানে নেমে বিপত্তি, অজয়ের জল থেকে উদ্ধার কিশোরের দেহ - অজয়ের জল থেকে উদ্ধার মৃত ছাত্রের দেহ
🎬 Watch Now: Feature Video
অজয়ের জলে তলিয়ে মৃত্যু ইলামবাজারের যুবকের (Teenage Dead Body Recovered from Ajay River)। কাঁকসার বনকাটির নারকেলডাঙ্গা ঘাটে বন্ধুদের সাথে স্নানে নেমে তলিয়ে যাওয়া যুবকের নাম সৈয়দ আব্দুল আজিম ৷ বয়স মাত্র 18 বছর ৷ বৃহস্পতিবার সকালে কাঁকসা থানার পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে অজয়ের জল থেকে যুবকের নিথর দেহ উদ্ধার করে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ আব্দুল আজিম ইলামবাজার কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানায় তার পরিবার ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
Death Body Recover