Suvendu Adhikari: যারা অত্যাচার করেছে তাদের রেয়াত নয়, কাঁচড়াপাড়ায় এসে বার্তা শুভেন্দুর - কাঁচড়াপাড়ায় শুভেন্দু
🎬 Watch Now: Feature Video
2 মে যারা অত্যাচার করছে তাদের রেয়াত নয় ৷ বিধানসভা নির্বাচনের পর সোমবার প্রথম কাঁচড়াপাড়ায় জনসভা করতে এসে এই বার্তাই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এদিন হুমকির সুরে তিনি জানান, 2 মে'র পর যারা কাঁচড়াপাড়া-হালিশহরে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে তাদের রেয়াত করা হবে না (Suvendu Adhikari criticises TMC)৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST