Surjya Kanta Mishra: করুণাময়ীর ঘটনাকে শীতলকুচি গুলি কাণ্ডের সঙ্গে তুলনা সূর্যকান্তের - কোচবিহার
🎬 Watch Now: Feature Video
ফের একবার বিজেমূল তত্ত্ব সামনে এনে সরব হলেন প্রবীণ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) ৷ শুক্রবার কোচবিহারে (Cooch Behar) আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলনে (TET Agitation) পুলিশি অভিযানের বিরোধিতা করেন ৷ এই ঘটনাকে কোচবিহারের শীলকুচিতে গুলিচালনার ঘটনার সঙ্গে তুলনা করেন সূর্যকান্ত ৷ তাঁর অভিযোগ, রাজ্যের বর্তমান সরকার নাগপুর থেকে পরিচালিত হচ্ছে ! তিনি বলেন, পুলিশ যতবার আন্দোলনকারীদের জোর করে তুলে দেবে, তত বেশি মানুষ নতুন করে আন্দোলনে সামিল হবে ৷ এভাবে ধরপাকড় করে সাধারণ মানুষের আন্দোলন যে বন্ধ করা যাবে না, সেই বার্তাও দেন এই পোড় খাওয়া বাম নেতা ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST